Contact us to get featured in Entrepreneurs Magazine TSM | Call: 01684722205

করোনায় বেকারত্ব দূর করল সিঁথি ও আরিফের পুস্কনী।

আমার নাম তীর্থ খায়ের সিঁথি।
আমার পোশাকের পেজ নান্দীপাঠ এর যাত্রা ২০১৮ সালে।জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছি।এরপর ৩৩ তম বিসিএস এলাউ হয়ে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় এ যোগ দান করি।
একটি বন্ধ হয়ে যাওয়া এমব্রয়ডারি কারখানাকে উজ্জিবীত করতে নান্দীপাঠ পেজের যাত্রা শুরু হয়।
শুরুতেই খুব ভাল সাড়া পাই নান্দীপাঠ এর মাধ্যমে।
২০১৮-২০১৯ সাল এই এক বছরে সেল হয় লাখ ৫ এর মত।

কিন্তু এরপর ২০২০ এর শুরুতেই করোনার ছোবল এসে পড়ে।
আমি উইতে জোগদান করি ২০১৯ এর ডিসেম্বর এর সাত তারিখ।
কিন্তু তখনও উই এর মাহাত্ম্য বুঝতে পারিনি।

২১ ফেব্রুয়ারি থেকে শুরু করি উই তে এক্টিভ হওয়া।

এরপরের ইতিহাস শুধুই বদলে যাওয়ার ইতিহাস।

পোশাকের পেজ নান্দীপাঠ থেকে ৩ লাখ টাকা সেল হয়ে যায় জুলাই তেই।

তখন আমার কাজিন আরিফুল ইসলাম কে নিয়ে আমি শুরু করি নতুন উদ্যোগ পুস্কনী।
আমার কাজিন আরিফুল ইসলাম তিতুমীর থেকে ফিনান্স এ মাস্টার্স করেছেন।
তার ও আমার যৌথ উদ্যোগ পুস্কনী।

এটা হল রেডি টু মিট এন্ড ফিস এর উদ্যোগ।

জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই পুস্কনীর মাছ মাংসের সেল ও প্রায় ৪ লাখ টাকা।

নান্দীপাঠ ও পুস্কনীর যৌথ সেল উই থেকে মোট ৮ লাখ প্লাস।

আর পেজ হিসেব করলে তা ১০ লাখ।

আমাদের নান্দীপাঠ ও পুস্কনীর সাথে কারিগর,মাছ মাংসের যোগান দাতা,প্রসেস এর কর্মী, ডেলিভারি ম্যান সহ জড়িত মোট ৮ জন কর্মী।

করোনার এই ক্রান্তিলগ্নে নান্দীপাঠ ও পুস্কনীর এর এই সেল থেকে শুধু আমাদের নিজেদের লাভ নয়।

আরো ৮ জন পরিবারের অন্নের সংস্থান করেছেন আল্লাহ রাব্বুল আলামীন।

আমি খুব ছোটবেলায় বাবাকে হারাই।
আমার পরিবারে বাবা,চাচা,দাদা,ভাই কেউ ছিলেন না।
পুরুষ শুন্য পরিবারে আমি এত দূর এসেছি অনেক যুদ্ধ করে।

এই ব্যাবসা কেও অনেকে শেষ পর্যন্ত মুরগীওয়ালা,মাছ ওয়ালা ইত্যাদি বলে নাক সিটকাতে কুন্ঠা বোধ করে নি।
আমার কাজিন এসব শুনে মুষড়ে পড়লেও আমি তাকে সাহস জোগাতাম এবং বারবার মনোবল দিতাম এ উদ্যোগ অনেক বড় হবে।

আর এখন এর ই পথ পরিক্রমায় নান্দীপাঠ এর একটি অফলাইন শো রুম ও পুস্কনীর একটি অফলাইন সুপার সপ দেবার স্বপ্ন আছে এবং আমরা দুজন সেটা বাস্তবায়ন এর পথে হাটছি।

This image has an empty alt attribute; its file name is 117344479_3232196560200722_2788340073931981474_o-234x300.jpg

S.Z.PRINCE

facebookhttps://web.facebook.com/S.Z.PRINCE

WhatsApp no. 01684722205

Magazine page: https://web.facebook.com/TSMEntrepreneursMagazine

আপনিও আপনার গল্প শেয়ার করতে চাইলে আমাকে ম্যাসেজ করতে পারেন।